
দিনাজপুর বার্তা২৪.কম :- দিনাজপুর জেলা বিরল উপজলার সন্তান তাসজিদ বুরহান রোদ খুব অল্প সময়ে নাটকে অভিনয়ের মাঝে পরিচিতি পেয়েছেন। অভিনয়ের মাঝেই ব্যস্ত সময় কাটছিলো তার। করোনা ভাইরাসে তার ব্যস্ত সময় কেমন কাটছে জিজ্ঞাসা করলে তাসজিদ বুরান রোদ বলেন, আপনারা জানেন করোনা ভাইরাস বা কোভিড ১৯ একটি বৈশ্বিক স্বাস্থ্য সংকট হিসেবে দেখা দিয়েছে । ভাইরাসের কারণে আমরা অনেক দিন ধরে সুটিং করতে পারছিনা। যেহেতু এটা একটা ছোঁয়াচে ভাইরাস সেহেতু এই মূহুর্তে আমাদের ঘরে বসে থাকাই ভালো। এই ভাইরাসের কোনো ওষুধ বা প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি, তাই ভাইরাসটিকে ছড়িয়ে পড়া থেকে রোধ করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ । যার যার জায়গা থেকেও আমাদের অনেক কিছু করার আছে। নিয়মিত সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে অথবা স্যানিটাইজার ব্যবহার করতে হবে। নাকে, মুখে ও চোখে হাত দেয়া থেকে বিরত থাকতে হবে। হাঁচি, কাশি দেয়ার সময় মুখ ঢেকে নিতে হবে । ব্যক্তিগতভাবে ভূমিকা রাখার সবচেয়ে কার্যকর দুটি উপায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সামাজিকভাবে দূরত্ব বজায় চলা । এই মুহূর্তে গুজব থেকেও আমাদের সাবধান থাকতে হবে। তাহলে অবশ্যই আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো । আবার আমরা সুটিং করতে পারবো।