 
স্টাফ রিপোর্টারঃ দিনাজপুর জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়ন(রেজিঃ নং-২৩৯৪) পৌরসভার টানা তিন বারের নির্বাচিত মেয়র বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলমকে সম্মাননা স্বারক (ক্রেষ্ট) দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
সম্প্রতি দিনাজপুর পৌরসভায় মেয়রের কার্যালয়ে গিয়ে এই সম্মাননা স্বারক প্রদান করা হয়।
দিনাজপুর জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে বর্তমান সভাপতি মোঃ জাফর আলী, সহ সভাপতি মোঃ নুর আলম, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল ইসলাম, সদস্য আবুল হোসেন, মরিয়ম বেগম প্রমুখ।
সম্মাননা স্বারক গ্রহণ করে পৌর মেয়র বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, দিনাজপুর জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়ন আমাকে যে সম্মান দিল তা কোন দিন ভুলার নয়। আমি এই সংগঠনকে সার্বিক ভাবে সহযোগীতা প্রদান করে আসব।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                