ঢাকাবৃহস্পতিবার , ১৫ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

লকডাউনে একসঙ্গে নিরব-মিথিলা!

দিনাজপুর বার্তা
এপ্রিল ১৫, ২০২১ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ রাজধানীসহ দেশজুড়ে চলছে সুনসান নীরবতা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া নিষেধ। সকল পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা। চলছে ‘কঠোর’ লকডাউন। ঠিক এই সময়টাতে আউটডোরে ব্যস্ত সময় কাটাচ্ছেন চিত্রনায়ক নিরব ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা! জানা গেলো, কঠোর লকডাউনের মধ্যেই চলছে তাদের নতুন ছবি ‘অমানুষ’-এর শুটিং। তবে বান্দরবানের কোথায় হচ্ছে শুটিং- এটি বলতে নারাজ এর পরিচালক অনন্য মামুন। জানা যায়, টানা ২০ দিনের শুটিংয়ে বৃহস্পতিবার শেষ হচ্ছে ছবির দৃশ্যধারণ। অনন্য মামুনবলেন, ‘আজকে আমাদের শেষ শুটিং হচ্ছে। আর বাকি থাকবে ছবির গানের দৃশ্যধারণ। এগুলোও দ্রুত হবে।’ তাহলে সরকারের কঠোর লকডাউনের ভ্রুক্ষেপ নেই- জানতে চাইলে এই নির্মাতার প্রত্যুত্তর, ‘সবাই শুটিং চালিয়ে যাচ্ছে। আর এই কঠোর লকডাউনের কথা যদি আসে, তাহলে একটি বিষয় বলতে চাই- এটি শুরুর অনেক আগেই আমরা আউটডোরে চলে এসেছি। বৃহস্পতিবার থেকে সাধারণ ছুটি। আজকেই আমাদের শুটিং শেষ হবে। সবমিলিয়ে শুটিং বন্ধ রাখিনি।’ নির্মাতার ভাষ্য মতে, গত ২৪ মার্চ থেকে টানা চলছে ছবিটির দৃশ্যধারণ। ১ এপ্রিল থেকে একসঙ্গে অংশ নিয়েছেন নিরব ও মিথিলা। ঢাকা ও আশেপাশের কাজ শেষে এর দৃশ্যধারণ হওয়া কথা ছিল বান্দরবানে। তবে মামুন আপাতত লোকেশনটি জানাতে চান না! জানা যায়, চার মাস আগে ‘অমানুষ’ সিনেমা নির্মাণের পরিকল্পনা করেন পরিচালক। এর সংলাপ রচনা করেছেন জুয়েল কবির ও পাপ্পু রাজ। সিনেমাটিতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, কাজী নওশাবা আহমেদ, রাশেদ মামুন অপু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।