
দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ সস্ত্রীক করোনা জয় হয়েছেন প্রখ্যাত গীতিকার ও চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ার। গণমাধ্যমকে এ তথ্যর সত্যতা নিশ্চিত করেছেন গাজীকন্যা সংগীতশিল্পী দিঠি আনোয়ার। তিনি বলেন, ‘মহান আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমার আব্বু আম্মুকে সুস্থ করে তুলেছেন। তারা এখন বাসাতেই আছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ জানা যায়, মার্চের শেষের দিকে স্ত্রীসহ করোনায় আক্রান্ত হয়েছিলেন গাজী মাজহারুল আনোয়ার। ডাক্তারের পরামর্শে বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিয়েছিলেন। অবশেষে তারা করোনামুক্ত হয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।