
হাকিমপুর সংবাদদাতা ॥ দিনাজপুরের হাকিমপুরে অভিযান চালিয়ে নেশা জাতীয় ইনঞ্জেকশন এ্যাম্পলসহ ওমর ফারুক (১৪) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে হাকিমপুর উপজেলার ছাতনী চারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত কিশোর হাকিমপুর উপজেলার বৈগ্রাম পশ্চিমপাড়া এলাকার মৃত আহাদ আলীর ছেলে।
হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ ফেরদৌস ওয়াহিদ জানান, মাদকের একটি চালান হিলি থেকে ঘোড়াঘাটে উদ্দ্যেশে রওনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল হাকিমপুর উপজেলার ছাতনী চারমাথা এলাকায় অটোভ্যান আটকিয়ে অভিযান চালায়। এসময় প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় ১ হাজার ৫৪০ পিস এ্যাম্পল উদ্ধার করা হয়। সেই সাথে আটক করা হয় ওমর ফারুক নামের ওই কিশোরকে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।