
স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন আরো ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১০৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ১৭ জনসহ এ পর্যন্ত ৫৩০৯ আক্রান্ত হয়েছেন। নতুন ১৭ জনসহ এ পর্যন্ত ৪৮৭৩ জন সুস্থ হয়েছেন। তবে আক্রান্ত ৫৩০৯ জনের মধ্যে ৪৮৭৩ জন সুস্থ ও ১০৯ জনের মৃত্যু হওয়ায় বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা রয়েছে ৩২৭ জন।
এদিকে ২৫ এপ্রিল রোববার পর্যন্ত জেলায় ১ লাখ ৩১ হাজার ৫৮৪ জন করোনা টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন। ২৫ এপ্রিল রোববার করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫১০ জন ও দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৩৪০০ জন। আর এ পর্যন্ত ১ লাখ ১১ হাজার ৬৯৭ জন করোনা টিকার প্রথম ডোজ আর ৪৫ হাজার ৫৮০ জন করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।
দিনাজপুর সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ জানান, রোববার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত আরো ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১০৯ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারী ১ জন সদর উপজেলার ।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় ১৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৭ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৫৩০৯ জনে পৌঁছেছে। নতুন আক্রান্ত ১৭ জনের মধ্যে সদর উপজেলাতেই ৯ জন। এছাড়া বিরলে ১জন, বিরামপুরে ১জন, ফুলবাড়ীতে ১ জন, কাহারোলে ১জন ও নবাবগঞ্জ উপজেলায় ৪ জন। একই সময়ে নতুন ১৭ জনসহ এ পর্যন্ত ৪৮৭৩ জন সুস্থ হয়েছেন। রোববার আক্রান্তের হার ছিল ১২ দশমিক ৯৭ শতাংশ।
মোট আক্রান্ত ৫৩০৯ জনের মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশী ২৮৮২ জন। এছাড়া বিরলে ৩১১, বিরামপুরে ৩৩২ জন, বীরগঞ্জে ১৬৩ জন, বোচাগঞ্জে ১৫৩ জন, চিরিরবন্দরে ২১৮ জন, ফুলবাড়ীতে ১৯১ জন, ঘোড়াঘাটে ৯২ জন, হাকিমপুরে ৮৯ জন, কাহারোলে ১৭২ জন, খানসামায় ১১৮ জন, নবাবগঞ্জে ১৪৮ ও পার্বতীপুর উপজেলায় ৪৪০ জন।
আর মোট মৃত ১০৯ জনের মধ্যে সদর উপজেলায় ৪৬, বিরলে ৭ জন, বিরামপুরে ৬ জন, বীরগঞ্জে ৬ জন, বোচাগঞ্জে ৪ জন, চিরিরবন্দরে ১১ জন, ফুলবাড়ীতে ৮ জন, হাকিমপুরে একজন, কাহারোলে ৫ জন, খানসামায় ৪ জন, নবাবগঞ্জে ৩ জন ও পার্বতীপুর উপজেলায় ৮ জন। তবে জেলার ১৩টি উপজেলার মধ্যে ঘোড়াঘাট উপজেলায় এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি।
সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ আরো জানান, গত ২৪ ঘন্টায় ৭৫টি নমুনাসহ এ পর্যন্ত ৩৯৬২৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ১৩১টিসহ এ পর্যন্ত ৩৭০৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর গত ২৪ ঘন্টায় ৭৬ জনসহ এ পর্যন্ত ৩১৯৭১ জনকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় ৫১ জনসহ ৩১৩৭৬ জন কোয়ারেন্টাইন হতে ছাড় পেয়েছেন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ৩০৭ জন ও হাসপাতালে ২০ জন ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
এদিকে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ শাহ মোঃ এজাজ-উল-হক জানান, ২৫ এপ্রিল রোববার পর্যন্ত জেলায় ১ লাখ ৩১ হাজার ৫৮৪ জন করোনা টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন। আর এ পর্যন্ত ১ লাখ ১১ হাজার ৬৯৭ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। রোববার করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ হরেছেন ৫১০ জন ও দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৩৪০০ জন। এ পর্যন্ত ৪৫ হাজার ৫৮০ জন করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।