
দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ করোনায় আক্রান্ত শুভশ্রী গাঙ্গুলি হাসপাতালেÑএমন খবর অন্তর্জালে ঘুরে বেড়াচ্ছে। এ নিয়ে নেটদুনিয়ায় চলছে নানা গুঞ্জন। তবে সব গুঞ্জন উড়িয়ে শুভশ্রী জানালেন, ভালো আছেন তিনি। টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী বলেনÑ‘সব দিকে রটিয়ে দেওয়া হচ্ছে আমি নাকি হাসপাতালে। কেউ এই খবর বিশ্বাস করবেন না। আমি ভালো আছি। কয়েকদিনের মধ্যে আমার করোনা সেরেও যাবে।’ গত ২০ এপ্রিল শুভশ্রী জানান, তিনি করোনা পজিটিভ। তারপর থেকে আলাদা ঘরে আইসোলেশনে রয়েছেন তিনি। কিন্তু শুভশ্রীর পুত্র যুবানের বয়স মাত্র ৭ মাস। যুবান সুস্থ ও নিরাপদে থাকলেও ছেলের সঙ্গে এই বিচ্ছেদ দারুণভাবে ব্যথিত করছে শুভশ্রীকে। বিষণ্নতায় ভরে গেছে তার মন! যদিও বিষয়টি নিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার হন তিনি। শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী ব্যারাকপুর আসন থেকে বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন। বর্তমানে নির্বাচনি প্রচারে ব্যস্ত সময় পার করছেন তিনি। গত বছরের আগস্টের মাঝামাঝি সময়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন এই পরিচালক। তিনি এখন সুস্থ রয়েছেন। স্বামীর বিজয় নিয়ে আত্মবিশ্বাসী শুভশ্রী। তার ভাষায়Ñ‘রাজের বিজয় নিশ্চিত।’