ঢাকাবুধবার , ২৮ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

করোনা মোকাবিলায় ভারতকে সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের

দিনাজপুর বার্তা
এপ্রিল ২৮, ২০২১ ৪:১১ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ করোনা মোকাবিলায় ভারতকে সহায়তা করার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলে এ আশ্বাস দেন বাইডেন। এক বিবৃতিতে হোয়াইট হাউজ এ তথ্য জানিয়েছে। হোয়াইট হাউজ জানিয়েছে, দুই দেশের শীর্ষনেতার মধ্যে ভারতের করোনায় বিপর্যস্ত পরিস্থিতির বিষয়টি আলোচনা হয়েছে। এরআগে রোববার ভারতে অতিরিক্ত ভ্যাকসিন তৈরির জন্য কাঁচামাল পাঠানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই রাতে দুই দেশের শীর্ষ নেতা কথা বলেন। এদিকে করোনায় সোমবারও রেকর্ড শনাক্ত হয়েছে তিন লাখ ৫২ হাজারের বেশি। করোনায় প্রাণ হারিয়েছে দুই হাজার আটশ ১২ জন। করোনার দ্বিতীয় ঢেউয়ের ঝাপটায় ভারতে করোনা চিকিৎসায় চরম অক্সিজেন সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামলাতে হিমসিম খাচ্ছে হাসপাতালগুলো। অক্সিজেনের পাশাপাশি দিল্লি, মহারাষ্ট্র, কর্নাটকসহ একাধিক রাজ্যে হাসপাতালের বেডেরও সংকট দেখা দিয়েছে। সংক্রমণ ঠেকাতে পাঞ্জাব সপ্তাহের কর্মদিবসগুলোতে রাত্রিকালিন কারফিউ এবং ছুটিরদিনগুলোতে লকডাউন জারি করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।