
দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ প্রেমে বাধা দেওয়ায় ভাইকে নৃশংসভাবে খুন করানোর অভিযোগে গ্রেপ্তার কন্নড় অভিনেত্রী সানায়া কাটওয়ে। কর্ণাটকের হুব্বালি গ্রামীণ থানার পুলিশ গ্রেপ্তার করে অভিনেত্রীকে। এর আগেই এই খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। মৃতের নাম রাকেশ কাটওয়ে। বয়স ৩২। কিছুদিন আগেই রাকেশের ক্ষতবিক্ষত মাথা দেবারাগুডিহালের জঙ্গলে খুঁজে পান পুলিশ কর্মীরা। দেহের বাকি অংশ পাওয়া যায় গডাগ রোড এবং হুব্বালি এলাকার বিভিন্ন প্রান্তে। খণ্ড খণ্ড করে তা ছড়িয়ে দেওয়া হয়েছিল। ঘটনার তদন্তে নেমে প্রথমে পুলিশ নিয়াজ আহমেদ কাটিগর (২১), তৌসিফ চান্নাপুর (২১), অমন গিরওয়ানিওয়ালে (১৯) এবং আলতাফ মুল্লা (২৪) নামের চার যুবককে গ্রেপ্তার করে। তাদের জেরা করেই তদন্তকারী অফিসাররা জানতে পারেন, ঘটনার দিন হুব্বালিতে ছবির প্রচারে এসেছিলেন সানায়া। এরপরই সানায়ার উপর সন্দেহ শুরু হয় অফিসারদের। তদন্তের স্বার্থে সানায়াকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। তার কথায় অসঙ্গতি থাকায় গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, নিয়াজ আহমেদ কাটিগরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সানায়ার। তাতে আপত্তি ছিল রাকেশ কাটিয়ারের। সেই জন্যই ভাইকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন অভিনেত্রী। আর এই কাজে তাকে সঙ্গ দেন চার যুবক। পুলিশ মনে করছে, রাকেশের বাড়িতেই তাকে খুন করা হয়। তারপর মাথা-সহ বাকি অঙ্গ ছিন্নভিন্ন করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। মডেলিং থেকে অভিনয়ের জগতে এসেছিলেন সানায়া। ২০১৮ সালে ‘ইদম প্রেমম জীবনম’ নামের কন্নড় ছবিতে অভিনয়ের মাধ্যমে সিনেমার জগতে তার যাত্রা শুরু হয়।