
বোচাগঞ্জ সংবাদদাতা ॥ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় গত এক মাস ধরে টিসিবি’র বিভিন্ন ভোগ্য পণ্য বিক্রয় চলমান, বাজারে যখন জিনিসপত্রের দাম উর্দ্ধমুখী ঠিক তখন সরকারের টিসিবি’র বিভিন্ন ভোগ্য পন্য সামগ্রী বাজার থেকে কম মূল্যে হাতের নাগালে পাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাসাধারন মানুষ অনেক খুশি। বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের সরাসরি তত্বাবধানে গত ১ এপ্রিল থেকে সেতাবগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় ও ৬টি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ হাটে টিসিবি’র ভোগ্যপন্য বিক্রয় চলছে, যেমন ৫ কেজি সোয়াবিন তেল ৫শত টাকা, ৫৫টাকা কেজি দরে ছোলা ৩ কেজি, ৫৫ টাকা কেজি দরে চিনি ২ কেজি, ৫৫ টাকা কেজি দরে মুশুর ডাল ৩কেজি, ২০ টাকা কেজি দরে ২ কেজি পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। বোচাগঞ্জে টিসিবি’র ৪টি ডিলারের মাধ্যমে পর্যাক্রমে এসব পন্য বিক্রি চলছে। বোচাগঞ্জের টিসিবি’র ডিলার আব্দুস সালাম জানান উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর দিক নির্দেশনায় গত ১ এপ্রিল থেকে উপরোক্ত পন্য সামগ্রী বিভিন্ন পয়েন্টে বিক্রয় করা হচ্ছে। এছাড়াও গত ১ মে থেকে শুরু করে তেল, মুশুর ডাল, ও চিনি স্বপ্লমূল্যে বোচাগঞ্জের বিভিন্ন পয়েন্টে বিক্রয় অব্যাহত থকবে যা চলতি মাসের শেষ পর্যন্ত বিক্রি কার্যক্রম চলবে। টিসিবি’র ডিলারদের মাধ্যমে কম মূল্যে এসব পন্য সামগ্রী পাওয়ায় সাধারন ক্রেতাগন খুশি। সাধারন মানুষের মতে বাজার নিয়ন্ত্রন করতে হলে এই কার্যক্রম অব্যাহত রাখতে হবে বলে জোর দাবি জানায় এলাকা বাশি।