দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে শনিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে উদযাপন করেছে উপজেলা আওয়ামী যুবলীগ।
সকাল ১১টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম সেতাবগঞ্জ বড়মাঠ হতে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রবিন্দ্র নজরুল উন্মুক্ত মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আক্তারুজ্জামান সজিব এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ আলী তুহিন বলেন, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যতবার যুবলীগের প্রয়োজন হয়েছে ততবারই আওয়ামী যুবলীগ দেশের প্রয়োজনে অগ্রাণী ভূমিকা পালন করেছে। আগামী দিনেও দেশের প্রয়োজনে যুবলীগ ঘরে বসে থাকবে না। যুবলীগ বাংলাদেশের জন্য কাজ করে যাবে। স্বাধীনতার পরে জননেতা খালিদ মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বোচাগঞ্জে যে উন্নয়ন হয়েছে অতীতে তা কখনও হয়নি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে উন্নত বাংলাদেশে পরিণত হয়েছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত তথা স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। এ জন্য যুবলীগ কাজ করে যাচ্ছে। জামায়াত বিএনপি অবরোধ দিয়ে গাড়ী পুড়া ও মানুষ হত্যার রাজনীতি করছে। তারা মানুষ হত্যা ও গাড়ী পুড়া ছাড়া কিছুই করতে পারো না। আন্দোলন কাকে বলে বাংলাদেশ আওয়ামীলীগ জানে। আর কি ভাবে সন্ত্রাসীদের হটানো যায় তাও বাংলাদেশ আওয়ামীলীগ জানে।
এসময় সেতাবগঞ্জ পৌর যুবলীগের সভাপতি মোঃ মঞ্জুর হাবিব তুষার, যুবলীগনেতা মোঃ রফিকুল ইসলাম, মোঃ উজ্জ্বল, মিলন চৌধুরী, মোঃ আলী হোসেন, মোঃ মোমিন, দিলীপ, দিপক, যুবলীগনেত্রী মাহাবুবা সহ উপজেলা যুবলীগ, সেতাবগঞ্জ পৌর যুবলীগ ও ইউনিয়ন যুবলীগের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।