ঢাকামঙ্গলবার , ৪ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্যবিধি না মানলে মার্কেট বন্ধ

দিনাজপুর বার্তা
মে ৪, ২০২১ ৩:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ করোনাভাইরাসের বিস্তাররোধে স্বাস্থ্যবিধি না মানলে ও মাস্ক না পরলে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এক্ষেত্রে কোনো মার্কেট বা শপিংমলে স্বাস্থ্যবিধি না মানলে ওই মার্কেট ও শপিংমল বন্ধ করে দেওয়া হবে।
গতকাল সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সীমিত পরিসরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। আজ মঙ্গলবার বা বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মানুষকে স্বাস্থ্যবিধি না মানলে ও মাস্ক না পরলে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে। এখন থেকে পুলিশ ও সিটি কর্পোরেশন এবং প্রশাসন দেশের প্রত্যেকটি মার্কেটে সুপারভাইজ করবে। মার্কেটে মাস্ক ছাড়া যদি বেশি লোকজন ঘোরাফেরা করে, তাহলে প্রয়োজনে সেই সব মার্কেট বন্ধ করে দেওয়া হবে। দোকান মালিক সমিতি এ বিষয়ে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে।’
তিনি জানান, চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে। তবে ৬ মে বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে জেলার মধ্যে গণপরিবহন চলবে। কিন্তু লকডাউনের মধ্যে দূরপাল্লার পরিবহন, ট্রেন ও লঞ্চ আগের মতই বন্ধ থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।