ঢাকামঙ্গলবার , ৪ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে ছাগল চুরির অপবাদে নির্যাতন: আটক ৫

দিনাজপুর বার্তা
মে ৪, ২০২১ ৩:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ফুলবাড়ী সংবাদদাতা ॥ ফুলবাড়ীতে ছাগল চুরির অপবাদে তিন কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
গত রোববার দিবাগত রাতে ফুলবাড়ীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত আজিম উদ্দীনের ছেলে আফজাল হোসেন (৫৫), মহসীন আলীর ছেলে শাকিব বাবু (২৫), আব্দুল হালিমের ছেলে মমিনুল ইসলাম (২৮), মৃত ইউনুস আলীর ছেলে পলাশ হোসেন (২৮) ও জাফরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে শিপন ইসলাম (২৪)।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, গত রোববার বিকেলে তিন কিশোরকে নির্যাতনের ঘটনায় দু’টি অভিযোগ দায়ের হয়। অভিযোগটি তদন্ত করে এজাহার হিসাবে গ্রহণ করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদকে।
তিনি আরও বলেন, একইদিন রাতেই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়।
এছাড়া অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।