ঢাকারবিবার , ৯ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুর বার্তা
মে ৯, ২০২১ ৩:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দিনাজপুর পৌর বিএনপির উদ্যোগে কুরআনখানি, আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৮ মে শনিবার বিকেলে জেল রোডস্থ দলীয় কার্যালয়ে দিনাজপুর পৌর বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ¦ মাহবুব আহম্মেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
দিনাজপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মান্নান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএপির ভারপ্রাপ্ত আহবায়ক সাবেক এমপি আলহাজ্ব রেজিনা ইসলাম, যুগ্ম আহবায়ক খালেকুজ্জামান বাবু, মোঃ মোকাররম হোসেন, আখতারুজ্জামান জুয়েল, বখতিয়ার আহম্মেদ কচি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দিনাজপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ সোলায়মান মোল্লা, সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম সরকার, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুজ্জামান চৌধুরী খোকা, কোতয়ালী বিএনপির সভাপতি আলহাজ¦ মোঃ আবু বকর সিদ্দিক, জেলা মহিলা দলের সভাপতি নাজমা মসির, সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, জেলা জাসাসের সভাপতি মোঃ আখতারুজ্জামান আখতার, জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, সাধারণ সম্পাদক ও পৌরসভার ২নং প্যানেল মেয়র একেএম মাসুদুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক মকসেদুল ইসলাম টুটুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মজিবর রহমান মজিব, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ মোস্তাকিম, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, পৌর বিএনপির নেতা শরিফ জাকির হোসেন হিরা, মোঃ আবেদ আলী, মোহাম্মদ আলী, আজহারুল ইসলাম দুলু, পৌর বিএনপির ১২টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক, কৃষকদল, মহিলাদল, তাঁতীদল, ওলামাদল ও অন্যান্য অঙ্গসহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনাসহ দলের অন্যান্য অসুস্থ নেতাকর্মী ও দেশ এবং জাতির কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন জেল রোড কেন্দ্রীয় জামি মসজিদের ইমাম মুফতি আশফাক হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।