
দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এই ভাইরাসকে তিনি সাধারণ সময়ের ফ্লু হিসেবে আখ্যা দিয়েছেন। শনিবার নিজের অফিশিয়াল ইন্সটাগ্রামে এক পোস্টে এ কথা জানান তিনি। কঙ্গনা দাবি করেন, করোনাভাইরাস সাধারণ সময়ের ফ্লু এর মতোই। মিডিয়া একে ফলাও করে প্রচার করেছে। যার কারণে সবাই মনে করছে একটি বিশাল কিছু। ইন্সটাগ্রামে ইয়োগা আসনে বসে থাকা অবস্থায় এক ছবি পোস্ট করে এর ক্যাপশনে তিনি লেখেন, আমি ক্লান্ত ও দুর্বল অনুভব করছিলাম। সেইসঙ্গে গত কিছুদিন ধরে আমরা চোখ জ¦লছিলো। হিমাচল যাওয়ার কথা ছিলো আমার, তার আগে করোনা টেস্ট করাই। আজকে ফলাফল এলো আমি ভাইরাসটিতে আক্রান্ত। কঙ্গনা আরও বলেন, আমি এখন কোয়ারেন্টাইনে আছি। জানি না কীভাবে ভাইরাসটি আমার দেহে প্রবেশ করলো। যাই হোক, একে আমার ধ্বংস করতে হবে। এই কোভিড-১৯ তেমন কিছুই না বরং এটি একটি সাধারণ সময়ের ফ্লু। যা মিডিয়া অতিরঞ্জিত করেছে। যা দেখে বেহুশ হয়েছে মানুষ।