দিনাজপুর বার্তা২৪ ডেক্স: আশাশুনি উপজেলার হাসখালী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রমেশ চন্দ্র বৈরাগী (৫০) বৃহস্পতিবার সকাল ৭ টায় পরলোকগমন করেছেন। রবিবার রাত্রে তিনি স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি হাসখালী গ্রামের মৃত দেবেন্দ্র নাথ বৈরাগী পুত্র। তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোম, সহ-সভাপতি যোগেন্দ্র নাথ সরকার, চিত্তরঞ্জন ঘোষ, কালিপদ রায়, সমীরণ বিশ্বাস, সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য, সাংগঠনিক সম্পাদক হিরুলাল বিশ্বাস, কাশিনাথ মন্ডল, প্রচার সম্পাদক সাংবাদিক গোপাল কুমার মন্ডল, দীপন মন্ডল, কাজল মন্ডল, কৃষ্ণ পদ মন্ডল এবং উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবতী, চেয়ারম্যান দিপংকর সরকার দীপ, মনিন্দ্র নাথ ঢালী, প্রভাষক দিপংকর বাছাড়, মতিলাল সরকার, হিরোন্ময় মন্ডলসহ সকল ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি ও সম্পাদক বৃন্দ।