দিনাজপুর প্রতিনিধি ॥ একাদশ জাতীয় নির্বাচনী প্রচারের পাশাপাশি, বাল্য বিবাহ ও যৌতুকের বিরুদ্ধে গণজাগরণ তৈরি করতে তরুণ ভোটারদের নিয়ে নির্বাচনী এলাকায় সাইকেল শোভাযাত্রা করেছেন দিনাজপুর -২ ( বোচাগঞ্জ বিরল ) আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
আজ শনিবার সকাল ১০ টায় দিনাজপুরের বিরল উপজেলা থেকে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে নৌকা মার্কার প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরীর পক্ষে প্রচারণার অংশ হিসেবে বাই সাইকেল যাত্রা কর্মসূচির উদ্বোধন করেন খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
এ সময় তিনি নিজেও নতুন প্রজন্মের ভোটারদের সাথে বাই সাইকেল যাত্রা কর্মসূচিতে অংশ নেন। সকালে বিরল থেকে বাই সাইকেল র্যালীটি বের হয়ে কাঞ্চন ব্রিজ হয়ে ২৩ কি:মি: বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে বিরল উপজেলা মাঠে ফিরে আসে। ব্যতিক্রমি এই বাইসাইকেল র্যালিটি নতুন প্রজন্মের ভোটারদের কাছে উৎসবে পরিনত হয়।
এ সময় রাস্তার দুইপাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনগণ করতালি ও হাত নারিয়ে র্যালিটিকে স্বাগত জানায়।
দিনাজপুর -২ ( বোচাগঞ্জ বিরল ) আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এটা শুধু কোন নির্বাচনী বাই সাইকেল যাত্রা নয়, এটি বাল্যবিয়ে প্রতিরোধসহ সমাজের সামাজিক অবক্ষয়কে দুরে রেখে গণজাগরণ তৈরি করতেই আজকের এই আয়োজন। ভোটের মাঠের ব্যাতিক্রমী এ আয়োজন সারা ফেলেছে দেশজুড়ে।