বিরল (দিনাজপুর) প্রতিনিধি.
দিনাজপুরের বিরল থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫ চোরকে আটক করে চোরের স্বীকারোক্তিমতে চুরি করা ল্যাপটপসহ অন্যান্য মালামাল উদ্ধার করেছে।
সম্প্রতি বিরল উপজেলার বিরল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাবইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙ্গে চোরেরা ল্যাপটপ, সাউন্ড সিস্টেম, সিলিং ফ্যানসহ বেশ কিছু মালামাল চুরির ঘটনায় থানায় পৃথক পৃথক দু’টি অভিযোগ দায়েল করা হয়।
জানা গেছে, বিরল থানার পুলিশ সোমবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে বিরল উপজেলার মাধববাটি গ্রামের সত্যোন চন্দ্র রায়ের ছেলে উজ্জল চন্দ্র রায় (২৪), বিরল কলেজ পাড়ার খিদয় চন্দ্র রায়ের ছেলে সঞ্জয় চন্দ্র রায় (২০), বিরল ধজিরপাড়ার আমিনুল ইসলামের ছেলে লাবু (২২), কলেজপাড়ার মৃত আজগর আলীর ছেলে সাইফুল্যাহ ওরফে সাইফুল (২০) এবং ধজিরপাড়ার এরশাদ আলীর ছেলে আসাদুজ্জামান রনিকে (২৮) গ্রেফতার করে তাদের কাছ থেকে চুরি যাওয়া ল্যপটপসহ অন্যান্য মালামাল উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার বিরল থানায় পৃথক দুটি মামলা দায়ের পুর্বক ধৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।