
বিরামপুর সংবাদদাতা ॥
বিরামপুর উপজেলার গ্রামাঞ্চলে শাক শবজির ব্যাপক চাষাবাদ হলেও হাটবাজারে হঠাৎ বেড়েছে বেগুনের দাম।
শবজি বিক্রেতারা জানান, রমজান শুরুর আগে বিরামপুরের হাট বাজারে প্রতি কেজি বেগুন ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হতো। রমজান শুরুর পর সেই বেগুনের দাম হঠাৎ বেড়ে ৫০ টাকা কেজিতে উঠেছে।
ইফতার সামগ্রি বিক্রেতারা জানান, রমজান মাসে ইফতার সামগ্রি বানানোর সময় বেগুনের চপ বা বেগুনি তৈরিতে একটি আবশ্যকীয় শবজি বেগুন। রমজান মাসে বেগুনের চাহিদা বৃদ্ধি পাওয়ায় শবজি দোকানীরা বেগুনের দাম বাড়িয়ে দিয়েছে।
শবজি বিক্রেতা খাজামদ্দিন জানান, রমজান মাসে এই এলাকার বেগুন রাজধানীসহ অন্যান্য জেলায় চালানের কারণে বেগুনের দাম বেড়ে গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।