দিনাজপুর বার্তা২৪ ডেক্স মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ এর ছেলে এবং কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহম্মেদ তৌফিক শুক্রবার সকাল ১০ টায় বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, সুফি-সাধক, পীরে কামেল আলহাজ্জ হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর মাজার শরীফ জিয়ারত করেছেন। তিনি শ্যামনগর উপজেলাধীন সুন্দরবনের অদূরে পূর্ব নির্ধারিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যাওয়ার সময় মাজার জিয়ারত করেন। পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌলভী আনছারউদ্দীন আহমদ কর্তৃক দোয়া পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য এস এম আসাদুর রহমান সেলিম, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তৌহিদুর রহমান প্রমুখ। জিয়ারত শেষে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে এমপি তৌফিককে কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি ডা. আ ফ ম রুহুল হক এমপি তার হাতে পীর কেবলা রচিত বেশকিছু বই উপহার হিসেবে তুলে দেন।