বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা – করোনাভাইরাস প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ৭ দোকানদারকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্ধারিত সময়ের পরে সরকারি আদেশ অমান্য করে মুদি দোকান খোলা রেখে জনসমাগম করায় এ জরিমানা করা হয়েছে।
বুধবার রাতে উপজেলার পৌরসভা ও নিজপাড়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইয়ামিন হোসেনে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করে নির্ধারিত সময়ে দোকান বন্ধ না করায় উপজেলার প্রেমবাজারে ২ দোকানদারের ১০হাজার টাকা, কল্যাণীহাটের ২ দোকানদারের ৭হাজার টাকা, পৌরসভার সুজালপুরে ২ দোকানদারের ৭হাজার টাকা, নতুনপাড়ায় ও কাহারোল মোড়ে ২ দোকানদারের ৪ হাজার টাকা সহ মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।