ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে ট্রাক চাপায় শ্যালিকা ও দুলাভাই নিহত

মোফাচ্ছিলুল মাজেদ
মে ৭, ২০২০ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের চাপায় মটরসাইকেল আরোহী শ্যালিকা ও দুলাভাই নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার সাতোর ইউনিয়নের আঠাশ মাইল নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রংপুর সদরের আলম নগর এলাকার বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামানের ছেলে শহিদুজ্জামান সুমন (৩৫) এবং ঠাকুরগাঁও জেলার নেকমরদ চন্দন চহট গ্রামের সাইদুর রহমানের মেয়ে মোছাঃ সুর্বণা (২৩)। তারা সম্পর্কে শ্যালিকা ও দুলাভাই বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শ্যালিকা মোছাঃ সুর্বণাকে নিয়ে দুলাভাই শহিদুজ্জামান সুমন রংপুর হতে মটরসাইকেল যোগে ঠাকুগাঁও যাচ্ছিলেন। পথিমধ্যে বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের আঠাশ মাইল নামক এলাকায় বৃষ্টির ফলে রাস্তা পিছল হয়ে যাওয়ায় আঠাশ মাইল এলাকায় মটরসাইকেলটি রাস্তায় পড়ে যায়। এ সময় পিছন থেকে আসা একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মটর সাইকেল আরোহী শহিদুজ্জামান সুমন নিহত হন। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা মোছাঃ সুবর্ণাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল মতিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকসহ চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।