
বীরগঞ্জ সংবাদদাতা ॥ দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের একদিন পর মোঃ আজগর আলী (৫০)নামে এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মোঃ আজগর আলী উপজেলার নিজপাড়া ইউনিয়নের মাথানাড়ী গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে।
১৪ জুন সোমবার সকালে সড়কের নিজপাড়া ইউনিয়নের মাথানাড়ী মাদরাসার সংলগ্ন পানির ড্রেন হতে মৃতদেহটি করে পুলিশ।
নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক সরকার জানান, রবিবার বিকেলে বাড়ী হতে বের হয় আজগর আলী। রাতে আর বাড়ী ফিরে আসেন নি তিনি। সকালে লোকজন মাথানাড়ী মাদরাসার সংলগ্ন পানির ড্রেনে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। মোঃ আজগর আলী মৃগী রোগী ভূগছিলেন এমনটি পারিবারিক ভাবে জানা গেছে বলে তিনি আরও জানান।
বীরগঞ্জ থানার এসআই মোঃ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় দাফনের জন্য স্বজনদের কাছে মৃতদেহটি হস্তান্তর করা হয়েছে।