
বীরগঞ্জ সংবাদদাতা ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এর দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুন মঙ্গলবার সন্ধায় বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আয়োজনে দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তক আলী, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা যুব লীগের সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেন, মরিচা ইউপি চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন বীরগঞ্জ হাট খোলা জামে মসজিদের ইমাম মোঃ হেফজুর রহমান।
এদিকে এমপি গোপালের সুস্থ্যতা কামনায় গতকাল মঙ্গলবার বিকেলে বীরগঞ্জ উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সহ-সভাপতি মোঃ মাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ বজলুর রশিদ, যুগ্ম সাধারণ মজিবর রহমান মজি, উপদেষ্টা মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোনায়েম মিয়া, মোঃ আব্দুল কাদের, মোঃ জামাল উদ্দিন, মোঃ বুলু প্রমুখ।
দোয়া পরিচালনা করেন দারুল হুদা হাফেজিয়া কওমি মাদ্রাসার ইমাম হাফেজ মোহাঃ ফিরোজ।