ঢাকাশনিবার , ২২ জুলাই ২০১৭
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

সংবিধান অনুযায়ীই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে- খালিদ মাহমুদ চৌধুরী এমপি

মোফাচ্ছিলুল মাজেদ
জুলাই ২২, ২০১৭ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪.কম :-  বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশকে যেভাবে উন্নযনের দিকে এগিয়ে যাচ্ছে তাতে এর ধারাবাহিকতা থাকলে বাংলাদেশ দ্রুতই উন্নত রাষ্ট্রে পরিনত হবে। বিএনপি জামাত জোট দেশকে নিয়ে যতই অপপ্রচার চালাক না কেন বাংলাদেশ এগিয়ে যাবে। জামাত বিএনপি জোট দেশে ধ্বংসাত্বক রাজনীতি করে ক্ষমতায় আসতে পারেনি তারা এখন বুঝতে পেরেছে এদেশের মানুষ ধ্বংসাত্বক রাজনীতি পছন্দ করে না। জ্বালাও পোড়াও করে কখন ক্ষমতায় যাওয়া যায় না। তাই শন্তির পথে সংবিধান অনুযায়ীই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য আগামী জাতীয় নির্বাচনে মহিলা নেত্রীদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। যাতে আওয়ামীলীগ পুনরায় ক্ষমতায় আসতে পারে। ২২ জুলাই শনিবার সকাল ১০ টায় আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ সেতাবগঞ্জ পৌর শাখার ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। সম্মেলন  কমিটির আহবায়ক ও মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাজমা ফেরদৌস পুতুল এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও দিনাজপুর জেলা মহিলা আওয়মীলীগের সভাপতি সুলতানা বুলবুল, সাধারন সম্পাদক আরিকুন বেগম (লাবুন), উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, সহ-সভাপতি মোঃ নঈম উদ্দীন শাহ, সেতাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু, সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য নুরে আলম খন্দকার কায়ছার প্রমুখ। সম্মেলন উদ্বোধন করেন বোচাগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোছাঃ হনুফা বেগম। সম্মেলন শেষে মোছাঃ আফরোজা বেগমকে সভাপতি ও মোছাঃ রুকসানা বেগম মুক্তা কে সাধারন সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট মহিলা আওয়ামীলীগ সেতাবগঞ্জ পৌর শাখা গঠন করা হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।