বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ শুদ্ধ ভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা ২০১৮ এর বিভাগ চ্যাম্পিয়ন হয়েছেন সেতাবগঞ্জ সরকারী কলেজ ও মেলাগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়। গত বৃহস্পতিবার সকাল ১১টায় রংপুর শিশু একাডেমিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় রংপুর বিভাগের ৮টি জেলা অংশ নেয়। বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার পর বোচাগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সারওয়ার মোর্শেদ এবং সদস্য সচিব মোঃ শামীম আজাদ সরকারের সাথে ফটো সেশনে অংশ নেন মেলাগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীম আরা বুলবুল, সেতাবগঞ্জ সরকারী কলেজের শিক্ষার্থী, শিল্পকলা একাডেমির প্রশিক্ষক সরল কুমার রায় সহ শিল্পকলা একাডেমির অন্যান্য কলাকৌশলীবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।