![](https://i0.wp.com/dinajpurbarta24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png?ssl=1)
বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুর এমপির সার্বিক সহযোগিতায় করোনা ভাইরাস প্রতিরোধে কাজকর্ম বন্ধ থাকায় চলমান কার্যক্রমের অংশ হিসাবে সামাজিক দূরত্ব বজায় রেখে আজ বোচাগঞ্জ উপজেলা চালকল মালিক গ্রুপ ও চালকল বহুমূখী সমবায় সমিতির যৌথ উদ্যোগে স্কুল রোডস্থ অফিস কার্যালয় থেকে ৬টি ইউনিয়নের চেয়ারম্যানের হাতে গ্রামের শ্রমজীবী দরিদ্র মানুষের মাঝে প্রতি ইউনিয়নে চাল,ডাল,তৈল,আলু ২৭০টি করে মোট ১৬২০ প্যাকেট ত্রান সামগ্রী বিতরন করেন উপজেলা নিবাহী অফিসার ফখরুল হাসান।
![](https://i0.wp.com/www.dinajpurbarta24.com/wp-content/uploads/2020/04/Screenshot_2-20.jpg?resize=490%2C159&ssl=1)
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা চালকল মালিকগ্রুপের সিনিয়ার সহ-সভাপতি ফরাদ মতিন চৌধুরী,বোচাগঞ্জ উপজেলা চালকল মালিক গ্রুপের সভাপতি মোহম্মদ ফয়জুল আলম চৌধুরী বাবলু,সাধারন সম্পাদক মোঃ আফসার আলী,উপজেলা চালকল মালিক বহুমূখী সমবায় সমিতির সভাপতি লিয়াকত আলী,সাধারন সম্পাদক মোশেদ মতিন চৌধুরী।