
বোচাগঞ্জ সংবাদদাতা ॥ দিনাজপুরের বোচাগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে সেতাবগঞ্জ পৌর বাজারের ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর আইন অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুর এর সহকারী পরিচালক মমতাজ বেগম এর নেতৃত্বে ৬ মে বৃহস্পতিবার দুপুর ১২টায় সেতাবগঞ্জ পৌর বাজার সিনেমাহল রোডের রিপা মেডিক্যালকে ২০ হাজার, সুবিদহাট হাজিপাড়া এলাকার আল মদিনা বেকারীকে ১০ হাজার ও উপজেলা রোড প্রাণী জগত ভেটেরিনারী ঔষধের দোকানকে ১০ হাজার টাকা মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।