
বোচাগঞ্জ সংবাদদাতা ॥ দিনাজপুরের বোচাগঞ্জে সামাজিক সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন (পুশাব) এর নতুন কমিটি গঠন ও ঘোষণা করা হয়েছে।
১৬ মে রোববার সেতাবগঞ্জ সরকারি পাইলট মোডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে বার্ষিক আলোচনা সভা, নতুন কমিটি ঘোষণা এবং কর্মসূচি আলোচনা করা হয়। নতুন কমিটি নিম্নরূপ:
সভাপতিঃ সুদীপ্ত আজাদ হৃদয় (চবি), সহ-সভাপতিঃ তুলেশ চন্দ্র রায়, অভিজিৎ রায় (বেরোবি) ও রাহুল রায় (ঢাবি), সাধারণ সম্পাদকঃ নওরোজ সাদমান চৌধুরী অসীম (ঢাবি), যুগ্ম সাধারণ সম্পাদকঃ মাহবুব পারভেজ স্বপন (ইবি), ইরফান মাহমুদ রিয়াদ (বিইউপি), প্রিতি রায় (রাবি), সাংগঠনিক সম্পাদকঃ মোঃ আক্তারুল ইসলাম (রাবি), রাহাত সরকার (হাবিপ্রবি) ও ফয়সাল (হাবিপ্রবি), দপ্তর সম্পাদক রিংকু পাল রিয়ন (রাবি), কোষাধ্যক্ষঃ তোবারক আলী সোহেল (চবি), সহ কোষাধ্যক্ষঃ মিলন রায় (রাবি) ও প্রীতি আফরিন নিশি (রাবি), আইসিটি ও প্রচার সম্পাদকঃ সাজিদ আফেরিন, সহ প্রচার সম্পাদকঃ তন্ময় রায় (ঢাবি), আয়ান আল ইমরান (হাবিপ্রবি), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকঃ মৃন্ময় রায় (কলকাতা বিশ্ববিদ্যালয়), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদকঃ রজত কুমার সিং দুর্জয় (বাশেমুরপ্রবি), সহ সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদকঃ মোঃ ইমন ইসলাম (রাবি), ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদকঃ সূজন রানা (হাবিপ্রবি), সভা ও কর্মশালা বিষয়ক সম্পাদকঃ সানজিদা আক্তার মলি (পাবিপ্রবি)।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য জাকারিয়া আহমেদ রুবেল(খাদ্য কর্মকর্তা), আবদুর রহীম (অধ্যাপক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) ও মহিদুল ইসলাম (শিক্ষার্থী, রাবি)
উপদেষ্টা সাইদুর রহমান মাসুদ (উদ্যোক্তা) ও বিশেষ অতিথি বাবু বিশ্বনাথ রায়, প্রধান শিক্ষক, (সেসপামউবি) জাহাঙ্গীর কবির সোহাগ, সহকারী প্রধান শিক্ষক (সেসপামউবি)।