
বোচাগঞ্জ সংবাদদাতা ॥ দিনাজপুরের সেতাবগঞ্জে ‘‘মাস্ক পরুন,স্বাস্থ্য বিধি মেনে চলুন, করোনা মুক্ত থাকুন’’ এই শ্লোগানকে সামনে রেখে মহামারী করোনা প্রতিরোধে ১৭ মে সোমবার থেকে ১৯ মে পর্যন্ত জনউদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন এর প্রচার শুরু করেছে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্তৃপক্ষ।
সকাল ১০ টা থেকে দিন ব্যাপী উপজেলা গেট, সেতাবগঞ্জ বাজার, থানা রোডসহ যে সকল স্থানে বেশী জন সমাগম হয় সে সকল স্থানে এই জনউদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন প্রচার করা হয়েছে। প্রচার চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান, ডাঃ মাসুদ, ডাঃ আরেফিন সিদ্দিকী, ইপিআই টেকনোলজিস্ট মোঃ বাহারাম হোসেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক যথাত্রুমে মোঃ মনসুর আলী, মোঃ মতিয়ার রহমান, স্যানেটারী ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক, প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।