বোচাগঞ্জ সংবাদদাতা ॥ ১ জুন মঙ্গলবার সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ মোশারফ হোসেন এর সভাপতিত্বে সকল সদস্যদের অংশ গ্রহনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত পরেশ চন্দ্র সরকারের আত্নার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। নিরবতা শেষে সভার সর্বসম্মতি ক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত করে আগামী দুই বছরের জন্য মীর মোঃ মোশারফ হোসেন (দৈনিক খবর একদিন) কে সভাপতি ও মোঃ শামসুল আলম (দৈনিক যায়যায়দিন/দি অবজারভার)কে সাধারণ সম্পাদক করে ১০সদস্য বিশিষ্ট নতুন কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সহ-সভাপতি হয়েছেন মোঃ নুরে আলম সিদ্দিক জুয়েল (দৈনিক ভোরের ডাক), যুগ্ম সম্পাদক সুমন চন্দ্র (দি বাংলাদেশ টুডে/জয়যাত্রা টেলিভিশন) কোষাধক্ষ/দপ্তর সম্পাদক মোঃ আজাদ আলী (জাপান), (রংপুরেরকন্ঠ), কার্যনির্বাহী সদস্য যথাক্রমে-মোঃ তারিফুল ইসলাম তপু (দেশ নিউজ/ভূমিহীন বার্তা) মোঃ তানভীর খাঁন তনি (দৈনিক উত্তর বঙ্গ),
জয়ন্ত চন্দ্র রায় (দৈনিক আলোকিত সকাল), মোঃ নাইমুল হাসান শুভ (বঙ্গ নিউজ) ও মোঃ ইসমাইল হোসেন (দৈনিক লাখো কন্ঠ)। উল্লেখ্য যে, গত ১জুন মঙ্গলবার ২০২১ ইং তারিখ থেকে আগামী ১জুন ২০২৩ সাল পর্যন্ত প্রেসক্লাবে সকল কার্যক্রম উপরোক্ত কমিটি দ্বারা পরিচালিত হবে।