বোচাগঞ্জ সংবাদদাতা ॥ দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলাধীন গোপালপুর গ্রামের প্রয়াত সাবেক সচিব (পানি সম্পদ মন্ত্রণালয়) মোহাম্মদ নজরুর ইসলাম একমাত্র কন্যা আবিদা ইসলামকে মেক্সিকোর পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে বর্তমানে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত আছেন তিনি। আবিদা ইসলাম এর পারিবারিক নির্ভরযোগ্য একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রে জানা গেছে। তিনি একইসঙ্গে কোস্টারিকা, ইকুয়েডর, গুয়েতেমালা এবং হন্ডুরাসের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাতে এ তথ্য জানা যায়। আবিদা ইসলাম সাড়ে তিন বছর ধরে দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা আবিদা ইসলাম কলকাতায় উপ-হাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন। কূটনীতিক হিসেবে তিনি লন্ডন, ব্রাসেলস ও শ্রীলঙ্কায় বাংলাদেশের মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আমেরিকা) হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। আবিদা ইসলাম সফলভাবে দেশে এবং বিদেশে বেশ কয়েকটি পেশাদার প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন এবং বিভিন্ন বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার এবং সামিটে বাংলাদেশ প্রতিনিধিত্ব করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর আবিদা ইসলাম অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।