বোচাগঞ্জ সংবাদদাতা ॥ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈশিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে ও সাধারণ রোগীদের চিকিৎসা সেবা নিচ্শিত করতে নৌ পরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপির নিজস্ব অর্থায়নে ৭ জুলাই বুধবার বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি-মেশিন, অক্সিজেন, কনসুলেটর-মেশিন,আট হাজার মাক্স,একশত হ্যান্ড-সেনিটাইজার সহ সুরক্ষা সামগ্রী বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মাধ্যমে প্রদান করেন।এসময় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, নব নির্বাচিত মেয়র মোঃ আসলাম, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী,সহ সভাপতি মোঃ জাফরুল্লা, শাহ নেওয়াজ, যুগ্ম সাধারন সম্পাদক আবু তাহের মোঃ মামুন, শামীম আজাদ, সুব্রত কুমার অধিকারী, নৌ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ফিরোজ্জামান কবীর, সাংগঠনিক সম্পাদক মোঃ জুলফিকার হোসেন, সুকমল রায়, যুবলীগের সভাপতি আকতারুজ্জামান সজিব, সাধারণ সম্পাদক মোঃ আশরাফ আলী তুহিন, ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিপুল,সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম ঈশান, স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব শেখ মোঃ সোহেল রানা,সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে ইতিমধ্যে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির উদ্যোগে বোচাগঞ্জ উপজেলা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনের কাজ চলমান রয়েছে।