
দিনাজপুর বার্তা২৪ ডেক্স: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী দম্পতি নিহত হয়েছে; আহত হয় তাদের নাতি। শুক্রবার দুপুরে উপজেলার হারানের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আমেনা বেগম (৫০) ও তার স্বামী আবেদ আলী (৫৪)। তারা কালিগঞ্জ উপজেলার ভদ্রখালীর বাসিন্দা। আহত শিশু আসাদুজ্জামানকে (১০) কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কালিগঞ্জ থানার ওসি লস্কর জায়েদুল হক জানান, বাড়ি থেকে বাইসাইকেলযোগে উপজেলা সদরে যাওয়ার পথে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী পিক-আপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমেনা বেগম মারা যান। আহত আবেদ আলী ও তাদের নাতি (মেয়ের ছেলে) আসাদুজ্জামানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পর বিকাল সাড়ে চারটার দিকে আবেদ আলীর মৃত্যু হয় বলে জানান ওসি। তিনি জানান, দুর্ঘটনার পর পিক-আপের চালক ও সহকারী গাড়ি রেখে পালিয়ে গেছে। পিক-আপটি কালিগঞ্জ থানায় আনা হয়েছে।
দিনাজপুর, বাংলাদেশ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২৭ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৪৫ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:২০ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:১৮ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৫:৫৫ অপরাহ্ণ |
এশা | রাত ৭:১৩ অপরাহ্ণ |