দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের গ্রামের বাড়িতে হামলা, বড় ভাই আহত
মোফাচ্ছিলুল মাজেদ মার্চ ২৫, ২০১৭, ১:১৮ অপরাহ্ণ | পড়া হয়েছে ৫৮৩ বার |

দিনাজপুর বার্তা২৪ ডেক্স: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের গ্রামের বাড়িতে গভীর রাতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তাদের ধারালো অস্ত্রের কোপে প্রক্টরের বড় ভাই কাজী জামাল উদ্দিন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের কইতরা গ্রামে এ ঘটনা ঘটে। আহত জামাল উদ্দিন ফেনীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের ধারণা, জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে। কুবির প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, গভীর রাতে বাসার কলাপসিবল গেটের তালা ভেঙে ১০-১৫ জন দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে ভেতরে প্রবেশ করে। বাড়িতে ঢুকেই তারা প্রক্টরের ভাতিজাকে বেঁধে ফেলে। এ সময় পাশের কক্ষ থেকে সেখানে এগিয়ে যান জামাল উদ্দিন। সেখানে গেলে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে তাঁকে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তিনি দৌড়ে পাশের বাড়িতে পালিয়ে আশ্রয় নেন। তবে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় বাড়ি থেকে স্বর্ণালংকারসহ মূল্যবান কিছু জিনিসপত্র নিয়ে যায়। প্রক্টর আরো জানান, জামাল উদ্দিনকে উদ্ধার করে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মাথায় আটটি সেলাই দেওয়া হয়েছে এবং শরীরের আরো কয়েকটি জায়গায় জখমের চিহ্ন রয়েছে। হামলাকারীদের বিষয়ে কাজী কামাল উদ্দিন বলেন, আমরা আপাতত কাউকে সন্দেহ করছি না। তবে আমার ভাতিজা ওদের (হামলাকারী) মধ্যে কয়েকজনকে চিনতে ফেলেছে। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সাল বলেন, এটা ডাকাতির কোনো ঘটনা নয়, গ্রামের জমি নিয়ে বিরোধের জের ধরে কাজী জামালকে লক্ষ্য করে এই হামলা করা হয়। তবে এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

এই পাতার আরো খবর -
১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১২:০৯ অপরাহ্ণ
আছরবিকাল ৪:৩৭ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৬:২২ অপরাহ্ণ
এশা রাত ৭:৩৯ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়