দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
বর্তমান সরকার প্রতিবন্ধীদের কল্যানে কাজ করে যাচ্ছে- খালিদ মাহমুদ চৌধুরী এমপি
মোফাচ্ছিলুল মাজেদ এপ্রিল ২৯, ২০১৭, ৬:১৩ অপরাহ্ণ | পড়া হয়েছে ৯১৩ বার |

দিনাজপুর বার্তা২৪.কম ঃ বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশের বিশেষ শ্রেনীর জনগোষ্ঠীকে তুলে আনার চেষ্ঠায় কাজ করে যাচ্ছে। তাদের অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সারা বিশ্বে কাজ করে ব্যাপক সন্মান বয়ে এনেছেন। প্রতিবন্ধীরা আমাদের সমাজে বোঝা নয় তারা আর্শিবাদ। তাদের কল্যানে বর্তমার সরকার কাজ করে যাচ্ছে। ২৯ এপ্রিল শনিবার দুপুরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে ক্ষুদ্র জাতিসত্তা,নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ভূক্ত দুঃস্থ্য অসহায় দরীদ্্র সীমার নিচে বসবাসকারী ব্যাক্তি, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ও প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে (সুবর্ণ নাগরিকের) পরিচয় পত্র প্রদান উপলক্ষে এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রবিউল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফসার আলী, উপজেলা সমাজসেবা অফিসার আহসান হাবিব প্রমুখ। সুধি সমাবেশ শেষে ধর্ম মন্ত্রনালয় হতে প্রাপ্ত ২লক্ষ ৪০হাজার টাকা ২০টি মসজিদ ও ৪টি মন্দিরে, উপজেলা শিক্ষা তহবিল হতে প্রাপ্ত ১৩৪জন শিক্ষার্থীর মাঝে ২লক্ষ ৭৩ হাজার টাকা, সমাজ সেবা অধিদপ্তর হতে প্রাপ্ত ১০১জন প্রতিবন্ধীর মাঝে ৭লক্ষ ১৪হাজার টাকা, ২৮জন ক্ষৃদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীর মাঝে ১লক্ষ ৪০হাজার টাকা ও ১৬৩৯ জন প্রতিবন্ধী (সুবর্ণ নাগরিকের) মাঝে নাগরিক পরিচয় পত্র প্রদানসহ সর্ব মোট ১৩লক্ষ ৬৭ হাজার টাকার অনুদান প্রদান করেন অুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এর আগে প্রধান অতিথি বোচাগঞ্জ অফিসার ক্লাবের লন টেনিস কোর্ট এর ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করেন।

এই পাতার আরো খবর -
২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৯ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৫ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৭ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:১৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৫৯ অপরাহ্ণ
এশা রাত ৭:১৬ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO