দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
বীরগঞ্জে ৪০ লক্ষ ৫১ হাজার টাকা ব্যয়ে ১২৯ টি বাড়িতে বিদ্যুতায়ন উদ্বোধন করেন-এমপি গোপাল
মোফাচ্ছিলুল মাজেদ মে ১০, ২০১৭, ৬:২৭ অপরাহ্ণ | পড়া হয়েছে ৮৫৮ বার |

দিনাজপুর বার্তা২৪.কম ॥ দিনাজপুরের বীরগঞ্জে ৪০ লক্ষ ৫১ হাজার টাকা ব্যয়ে ১২৯ টি বাড়িতে বিদ্যুতায়ন উদ্বোধন করেন-এমপি গোপাল।

৯ মে মঙ্গলবার রাতে বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের সিংড়া গ্রামে ৪০ লক্ষ ৫১ হাজার টাকা ব্যয়ে ১২৯ টি বাড়িতে বিদ্যুতায়নের উদ্বোধনী আলোচনা সভায় দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও দেশের উন্নয়নে আওয়ামীলীগকে ক্ষমতায় আনার আহবান জানায়। তিনি আরো বলেন, এখন পর্যন্ত দেশে যতগুলি উন্নয়ন হয়েছে সবগুলির এককভাবে দাবীদার আওয়ামীলীগ। বিএনপি ১০ বছর ক্ষমতায় থেকেছে অথচ স্কুল কলেজ রাস্তাঘাট বিদ্যুৎসহ মানুষের মৌলিক চাহিদার একটিও পুরণ করতে পারেনি।

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এলাকার পরিচালক মো. আইয়ুবুল ইসলাম মিন্টু এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, বীরগঞ্জ থানার ওসি আবু আক্কাছ আহম্মেদ, ৮নং ভোগনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. বদিউজ্জামান পান্না, ৮নং ভোগনগর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আদম মালিক ও ৮নং ভোগনগর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল করিম। আলোচনা সভার সঞ্চালনা করেন ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্মা।

এই পাতার আরো খবর -
১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১২:০৯ অপরাহ্ণ
আছরবিকাল ৪:৩৭ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৬:২২ অপরাহ্ণ
এশা রাত ৭:৩৯ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়