ঢাকামঙ্গলবার , ১৩ মার্চ ২০১৮
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

চিরিরবন্দরের কুতুবডাঙ্গা আলহেরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে আবাসিক ভবনে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ॥

মোফাচ্ছিলুল মাজেদ
মার্চ ১৩, ২০১৮ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

চিরিরবন্দর (দিনাজপুর) থেকে:
দিনাজপুর চিরিরবন্দরের কুতুবডাঙ্গা আলহেরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৫টি কক্ষ ছাত্রদের ৩৮ টি ট্রাংক কাপড়সহ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতি সাধিত হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা। গতকাল ১২ মার্চ সন্ধ্যা ৭.৩০ মিনিটের দিকে ওই ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনা স্থলে পৌছে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, আবাসিক ভবনের পূর্ব পাশ্বে আকস্মিক অগ্নিকান্ডের সূত্রপাত হয়। উপজেলা নিবার্হী অফিসার মো: গোলাম রব্বানী কলেজের অগ্নিকান্ডের ঘটনা শুনার পর রাতেই ঘটনা স্থলে পরিদর্শন করে ছাত্রদের জন্য শুকনো খাবার ও কম্বল বিতরন করেন। আলহেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, মো: মোজাম্মেল হক বলেন-অগ্নিকান্ডে আমার আবাসিক ভবনের ৫ টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। আল্লাহর অশেষ মেহেরবান যে, কোন ছাত্র হতাহত হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।