চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে কয়েকদিনের টানা বর্ষনে হেলে পড়েছে দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার রাস্তার ধারের গুরুত্বপূর্ন ওয়াল। এতে করে ঝুঁকিপূর্ন ভাবে যাতায়েত করছে থানার ভিতরে থাকা পুলিশসহ সাধারন মানুষ।
জানাগেছে,থানার মেইন গেটের মুলফটক থেকে প্রায় ৬০ ফিটের মত এই পুরো বান্ডরি ওয়ালটি কয়েক মাস আগেইফাটল দেখা দিলেকয়েকদিনের টানা বৃষ্টিতে নিচের মাটি সরে গিয়ে হেলে পড়েছে। কোন রকম বাশেঁর খুঁটি দিয়ে আটকিয়ে রাখা হয়েছে। এতে যেকোন সময় দূঘর্টনাসহ ওয়ালটি ভেঙ্গে পড়লে রাস্তার সাথে থানা যাওয়ার যাতায়েত বন্ধ হয়ে যাবে। তাই দূঘর্টনা এড়াতে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
এ বিষয়ে দশমাইল থানার অফিসার ইনচার্জ আব্দুল মালেক জানান,বাশেঁর খুঁটি দিয়ে ঝঁকিপূর্ন ভাবে আটকিয়ে রাখা হয়েছে ওয়ালটিকে।ওয়ালটি মেরামতের জন্য আমি উর্দ্ধতন কৃর্তপর্ক্ষকে বিষয়টি জানিয়েছি, আশাকরি ওয়ালটি মেরামতে শীর্ঘই কাজ শুরু করা হবে।