দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
হিলি সীমান্তে পুকুর খনন কালে পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ।
মোফাচ্ছিলুল মাজেদ এপ্রিল ৫, ২০১৮, ৪:৪৬ অপরাহ্ণ | পড়া হয়েছে ১,৩৬৬ বার |

হিলি (দিনাজপুর) প্রতিনিধি://
হিলি সীমান্তের একটি পুকুর খননের সময় প্রায় ১শ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে হিলির মংলা বাজার সংলগ্ন জনৈক কামাল উদ্দিনের পুকুরে মাটি কাটার সময় মুর্তিটি উদ্ধার করা হয়।

পুকুরটি খননের সময় শ্রমিকরা মুর্তিটি দেখতে পায়। এসময় থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মুর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মুর্তিটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এর উচ্চতা প্রায় ৩ফিট, প্রস্থ দেড় ফিট এবং ওজন প্রায় ১শ কেজি।

হাকিমপুর থানার ওসি আব্দুল হাকিম জানান, পরিক্ষা নিরিক্ষা শেষে এর প্রকৃত মুল্য নির্ধারন করা হবে এছাড়াও মুর্তিটি প্রক্রিয়া মোতাবেক প্রতœতাত্বিক অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হবে বলে তিনি জানিয়েছেন।

এই পাতার আরো খবর -
৫ই অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৯ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:০৯ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৪৯ অপরাহ্ণ
এশা রাত ৭:০৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO