দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

সাংবাদিক শামীম রেজা’র মৃত্যুতে দৈনিক খবর একদিন এর শোক প্রকাশ
মোফাচ্ছিলুল মাজেদ মে ২২, ২০১৯, ১০:০৮ অপরাহ্ণ | পড়া হয়েছে ৬৬৭ বার |

স্টাফ রিপোর্টার ॥ না ফেরা দেশে চলে গেলেন দিনাজপুর উপশহর মহাজনপাড়া নিবাসী, দৈনিক জনতা দিনাজপুর প্রতিনিধি ও দৈনিক উত্তরবাংলার স্টাফ রিপোর্টার, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা। শামীম রেজা ২২ মে বুধবার আনুমানিক বিকেল সোয়া ৫টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।

তার মৃত্যুতে দৈনিক খবর একদিন পত্রিকার সম্পাদক মোঃ মোফাসিরুল রাশেদ এক শোক বার্তায় মরহুম শামীম রেজার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তার পরিবারের প্রতি শোক ধৈর্য্য ধারনের আহবান জানান।

২৩ মে বৃহস্পতিবার দুপুর ১২টায় দিনাজপুর প্রেসক্লাব প্রাঙ্গণে তার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। অতঃপর নিউটাউন মহাজনপাড়া হাফিজিয়া ক্বারিয়ানা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে দ্বিতীয় জানাযা নামাজ শেষে ফরিদপুর গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে। মরহুমের জানাযার নামাজ ও দাফন কার্যে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এই পাতার আরো খবর -
৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৫ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:৩৬ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ
এশা রাত ৬:৩৬ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়