টাফ রিপোর্টার ॥ ২৫ মে শনিবার দিনাজপুর প্রেসক্লাবের সম্মুখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখা ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার যৌথ আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচীর আওতায় দেশব্যাপী সংখ্যালুঘীদের উপর নির্যাতন, নিপীড়ন এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর উদ্বোধন করতে গিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার জেলা আহবায়ক সুনীল চক্রবর্তী, সদস্য সচিব রতন সিং, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাধারন সম্পাদক উত্তম কুমার রায় ও এ্যাড. দিলীপ চন্দ্র পাল, এ্যাড. দিজেন্দ্র নাথ রায়, রনজিৎ কুমার সিংহ, বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন দমন কমিটির সভাপতি যাদব চন্দ্র রায়, দিনাজপুর শহর ঐক্য পরিষদের আহবায়ক বিনোদ কুমার সরকার, সদস্য সচিব রাজু কুমার দাস, পরিষদের যগ্ম সাধারন সম্পাদক গৌর চন্দ্র শীল, মহিলা ঐক্য পরিষদের সভাপতি গৌরি চক্রবর্তী, সাধারন সম্পাদক মল্লিকা দাস, বাচ্চু কুন্ডু, রাজু বিশ্বাস, সুবীর চক্রবর্তী, খোকন কুমার দাস, যুব মহাজোটের অর্নব শীল দিপ্ত, রতন শর্মা, ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক অমৃত রায়, সদস্য সচিব মিনময় রায়, যুগ্ম সদস্য সচিব সানী ঘোষ বলেন, দেশব্যাপী সংখ্যালঘুদের উপর নির্যাতন, নিপীড়ন ও পঞ্চগড় কারাগারে এ্যাড. পলাশ কান্তি রায়কে অগ্নি সংযোগে হত্যা, সাংবাদিক প্রবীর শিকদারের খোজে দুর্বত্তরা তার ফরিদপুরের বাসভবনে হামলা, মানবাধিকার কর্মী প্রিয় সাহার পৈতৃক বাড়ীতে অগ্নি সংযোগ, দেশের প্রখ্যাত তিন বুদ্ধিজীবী শাহারিয়ার কবির, মুনতাছির মামুন ও এ্যাড. সুলতানা কামালকে হত্যার হুমকির প্রতিবাদে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের উপর নির্যাতন, নিপীড়নকারীদের চিহ্নিত করে অনতিবিলম্বে তাদের বিচারের আওতায় আনতে না পারলে আমরা কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষনা দেয়া হবে।