নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে :মোঃ ইকরামুল হক ।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার(১৭মার্চ) সূর্য্য উঠার সাথে সাথে উপজেলা চত্তরে ৩১বার তোপধ্বণির মধ্য দিয়ে জন্ম শতবার্ষিকীর কর্মসূচি শুরুকরা হয়।বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার। পরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন। শতবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তার কার্যলয়ের আয়োজনে উপজেলার প্রান্তিক শ্রেনীর পাট চাষীদের মাঝে বিনা মূল্যে উন্নত জাতের পাট বীজ বিতরণ করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: আতাউর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার উপস্থিত ছিলেন । এ ছাড়াও ইসলামিক ফাউন্ডেশন নবাবগঞ্জ শাখার উদ্দোগে আলোচনা ও দোয়া মাহফিল হয়েছে। ওই আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশন নবাবগঞ্জ শাখার ফিল্ড সুপার ভাইজার মো: শহিদুল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার , মডেল কেয়ারটেকার মো: আব্দুর রাজ্জাক প্রমুখ। এছাড়াও এ দিবস উপলক্ষে ৫জন গরীব মিসকিনের মাঝে ১০হাজার টাকা যাকাতের অর্থ বিতরণ করেন উপজেলা নিবার্হী অফিসার মোছা: নাজমুন নাহার। এদিকে আলফালাহ আম উন্নয়ন সংস্থা নবাবগঞ্জ শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, শাখা ব্যবস্থাপক মো: আজাদুল ইসলাম, উন্নয়ন কর্মকর্তা সাইয়েদুল ইসলাম, ফরহাদ হোসেন , তাজমুল ইসলাম, আলিফ নুর ,এমরান হোসেন, মোফাজ্জল হোসেন, আবু সাইদ ও উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: হাফিজুর রহমান মিলন , উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোছা: হোসনেয়ারা বেবী । এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর আলোক সজ্জা সহ সুসজ্জিত করা হয়। রাতে উপজেলা প্রশাসনের আতশবাজি ব্যবস্থা করা হয়। শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।