স্টাফ রিপোর্টার : দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের ১৭ নং ছোট সুলতানপুর পল্লী সমাজে সাধারন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নারী,পুরুষ, কিশোর,কিশোরীসহ ৫০ জনেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির জোনাল ম্যানেজার (সেলপ) জনাব মো: আকছেদ আলী, কর্মসুচির জেলা ব্যবস্থাপক (সেলপ) উত্তম কুমার বিশ্বাস, ছোট সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম, সহযোগীতা করেন মো: নাসিরুল ইসলাম। সভায় উপস্থিত অতিথিরা বাল্যবিয়ে প্রতিরোধে বিশদ আলোচনা করেন। তারা বলেন অল্প বয়সে বিয়ে দিলে একজন কিশোরীর কি কি স্বাস্থ্য ক্ষতি হয় বিস্তরিত আলোচনা করেন। তারা যৌতুক বিষয়ে আলোচনা করেন। তারা বলেন যৌতুক একটি সামাজিক ব্যাধি যা আমাদের সমাজের শিরা উপশিরায় পৌছে গেছে। তারা বলেন আমরা যে পরিমান যৌতুক দেই। তা যদি কন্যা সন্তনের পড়াশুনায় খরচ করি তাহলে তারা মানুষের মত মানুষ হবে।উপস্থিত সকলে সিদ্ধান্ত গ্রহণ করেন যে এখন থেকে এলাকায় কোন প্রকার বাল্যবিয়ে ও যৌতুক দিব না।