দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

রাজীবপুর উপজেলা আওয়ামীলীগের ১০ বছর পর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোফাচ্ছিলুল মাজেদ সেপ্টেম্বর ২৭, ২০২২, ৫:০৭ অপরাহ্ণ | পড়া হয়েছে ২০৮ বার |

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা আওয়ামিলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাজাহান খান (এমপি) সাবেক মন্ত্রী নৌ পরিবহন মন্ত্রণালয় ও প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ

বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক ও সমন্নয়ক রংপুর বিভাগীয় কেন্দ্রীয় প্রতিনিধি সাখাওয়াত হোসেন শফিক,এ্যাডভোটেক হুসনে আরা লুৎফা ডালিয়া (সাবেক এমপি) সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ,জাকির হোসেন (এমপি) প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়,

সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, মোঃ জাফর আলী সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আমান উদ্দিন আহমেদ মঞ্জু সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা। 

নির্বাচন ছাড়াই সমঝোতার ভিত্তিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকারকে পুনরায় সভাপতি ও নবাগত হুমায়ুন কবির ছক্কু (চেয়ারম্যান)কে সাধারণ সম্পাদক করে রাত১টায় আগামী তিন বছরের জন্য এই কমিটি  ঘোষণা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি শাজাহান খান বলেন,সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে পুনরায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এ জন্য ঐক্যবদ্ধ ছাড়া কোন বিকল্প নেই।

উল্লেখ্য, ১০ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এই পাতার আরো খবর -
১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ
এশা রাত ৬:৩৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়