স্টাফ রিপোটার ॥ দিনাজপুর রাজদেবোত্ত এস্টেটের আয়োজনে শ্রী শ্রী দূর্গা পূজা উপলক্ষে রাজবাড়ি দূর্গা মন্ডপ পরিদর্শনে আসেন রংপুর রেঞ্জে এর অতিরিক্ত ডিআইজি মোঃ রাশেদুল হক। এসময় তাকে ফুলের শুভেচ্ছা জানান, দিনাজপুর রাজদেবোত্ত এস্টেটের পক্ষে এজেন্ট রণজিৎ কুমার সিংহ ও এস্টেটের সদস্যবৃন্দ।
মন্ডপ পরিদর্শনকালে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার আসলামুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুজন সরকার ও দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ তানভিরুল ইসলাম। রাজদেবোত্তর এস্টেটের কমিটির সদস্য ডাঃ ডিসি রায়, রতন সিং, সঞ্জিব কুমার রায় ও এ্যাডঃ সৈকত পাল। মতবিনিময় কালে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বলেন, রাজবাড়ি দিনাজপুর জেলার একটি ঐহিত্যবাহী নির্দেশন। এখানে অনেক পর্যটক আসেন এবং রাজবাড়ি নিয়ে গবেষনা করেন। সে কারণে রাজবাড়িকে আরোও সংস্কার করা দরকার। এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ বলেন, এস্টেটের ট্রাস্টি জেলা প্রসাশকের সার্বিক তত্ত্বাবধায়নে আমরা রাজবাড়ির সৈন্দর্য্য বৃদ্ধির অনেক কাজ করছি। আগামীতেও আরোও অনেক পরিকল্পনা রয়েছে।
Related