
দিনাজপুর বার্তা ২৪ : প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষা ২০১৬ এর ফলাফলে দিনাজপুরে বালুবাড়িস্থ সেভিল স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থীদের ট্যালেন্টপুলসহ সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন।
১১ এপ্রিল সোমবার সেভিল স্কুল এন্ড কলেজ পুনরায় সাফল্যের ধারাবাহিকতায় প্রাথমিক শিক্ষা সমাপণী ২০১৬ এর পরীক্ষায় ট্যালেন্টপুলে ৪জন ও সাধারণ গ্রেডে ২জন বৃত্তি অর্জন করেছে।
বৃত্তি প্রাপ্তির কথা স্বীকার করে সেভিল পরিবারের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান আল্ল্হার শোকরিয়া আদায় করে বলেন, এই সাফল্যে প্রমান করে যে, সেভিল স্কুল এন্ড কলেজ ধারাবাহিকভাবে সাফল্যের সিঁড়ি বেয়ে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, এই সাফল্য সেভিল স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দের সমন্বিত প্রচেষ্টার ফসল।
সেভিল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর পিয়ার উদ্দিন আহমেদ বলেন, এই সাফল্যের ধারাবাহিকতা আমরা যেন রক্ষা করতে পারি এজন্য সকলের দোয়া কামনা করেন ।