দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
হাবিপ্রবিতে অনুষদ ভিত্তিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
মোফাচ্ছিলুল মাজেদ এপ্রিল ১৩, ২০১৭, ৫:২৫ অপরাহ্ণ | পড়া হয়েছে ৬৪৩ বার |

দিনাজপুর বার্তা২৪.কম:

 বৃহস্পতিবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি, ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান অনুষদের ২০১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ছাত্রছাত্রীদের অনুষদ ভিত্তিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষদের অনুষদ ভিত্তিক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেলর প্রফেসর . মু. আবুল কাসেম। 

সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম কৃষি অনুষদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি অনুষদের ডীন প্রফেসর . মো. আতাউর রহমান।

বিকাল টায়  বিশ্বদ্যিালয়ের অডিটোরিয়াম ইঞ্জিনিয়ারিং অনুষদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন সাবেক ভাইসচ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন।

সকাল ১০ টায় ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ওরিয়েন্টেশন বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ডা. মো. ফজলুল হক।

বিকাল টায় বিজ্ঞান অনুষদের ওরিয়েন্টেশন অডিটোরিয়াম অনুষদের ডীন প্রফেসর . বলরাম রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেলর প্রফেসর . মু. আবুল কাসেম নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একটি স্বচ্ছ তীব্র প্রতিযোগিতা মূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছো; আমি তোমাদের অভিনন্দন শুভেচ্ছা জানাই। সাথে সাথে অন্যান্য দেশ যেমন ভারত, নেপাল , ভুঠান, সোমালিয়া, জিবুতি, নাইজেরিয়া থেকে আগত শিক্ষার্থীদের প্রতিও রইল আমার আন্তরিক শুভেচ্ছা।  উচ্চ শিক্ষা গ্রহনের পাশাপাশি তোমাদের সমাজ দেশ গড়ার কাছে অগ্রণী মিকা পালন করতে হবে। দায়িত্বের কথা মনে রেখে তোমাদের নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

এই পাতার আরো খবর -
২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৮ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:২১ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৬:০৩ অপরাহ্ণ
এশা রাত ৭:১৯ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO