দিনাজপুর বার্তা ২৪.কম: “হে নতুন দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ” নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুর সরকারি কলেজে পালিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬ তম জন্ম জয়ন্তী।
আজ সোমবার ২৫ শে বৈশাখ দিনাজপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে নাট্য ও সাংস্কৃতিক ঐক্যজোট দিনাজপুর সরকারি কলেজ শাখা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬ তম জন্ম জয়ন্তী পালন করে।
জাতীয় সংগীতের মাধ্য দিয়ে শুরু হয়ে দিনাজপুর জেলার বিশিষ্ঠ নাট্য ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক কর্মী মরহুম মঈন উদ্দিন চিস্তির স্মরনে ১মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের বিভিন্ন দিক ও তার জীবন আদর্শ নিয়ে আলোকপাত করা হয়, অনুষ্ঠানের প্রথম পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেন, জাতীয় দিবস উদযাপন ও সাংস্কৃতিক কমিটির আহবায়ক প্রফেসর সরল কান্তি শাহা, শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক এ.কে.এম আল আব্দুল্লাহ্, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো ঃ এনমূল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর শাখার সাধারন সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চু, সরকারি কলেজ নাট্য ও সাংস্কৃতিক ঐক্যজোটের প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন সদস্য সনৎ চক্রবর্তী লিটু, দিনাজপুর সরকারি কলেজ ছাত্রলীগ শাখার সাধারন সম্পাদক আলহাজ্ব সাব্বির আহমেদ সুজন বক্তব্য রাখেন, আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর সরকারি কলেজ নাট্য ও সাংস্কৃতিক ঐক্যজোটের সভাপতি উমর ফারুক বাহাদুর, আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজ নাট্য ও সাংস্কৃতিক ঐক্যজোটের সাধারন সম্পাদক এবিএম তৌশিকুর রহমান শুভ, সঞ্চালনার দায়িত্ব পালন করেন দেদীপ্ত সরকার সহ-সভাপতি দিনাজপুর সরকারি কলেজ নাট্য ও সাংস্কৃতিক ঐক্যজোট।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে রবীন্দ্র জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ধারিত্রী রায় উর্মি ও দিনাজপুর সরকারি কলেজ নাট্য ও সাংস্কৃতিক ঐক্যজোটের নাট্য সম্পাদক কার্তিক রায়ের সঞ্চালনায় মনোরোম সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানে দিনাজপুর সরকারি কলেজ নাট্য ও সাংস্কৃতিক ঐক্যজোটের সদস্যবৃন্দ নাচ ও গান পরিবেশন করেন।