দিনাজপুর বার্তা২৪.কম :- দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০১৭ এ মোট পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও পাশের হার ও জিপিএ প্রাপ্তির সংখ্যা উভয়ই কমেছে।
এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০১৭ এ মোট ১ লক্ষ ৭ হাজার ১শত ৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫৫ হাজার ৭ শত ২৭ জন এবং ছাত্রীর সংখ্যা ৪৯ হাজার ৬ শত ৭৩ জন। পরীক্ষায় অংশগ্রহনে ছাত্রদের সংখ্যা বেশী হলেও পাশের হারের দিক থেকে ছাত্রীরা ৬৮.৩৯% পেয়ে এগিয়ে রয়েছে, অপরদিকে ছাত্ররা পেয়েছে ৬২.৮১%।
মোট জিপিএ ৫.০০ প্রাপ্ত ছাত্র/ছাত্রীর সংখ্যা ২ হাজার ৯ শত ৮৭ জন। শতভাগ পাশকৃত কলেজের সংখ্যা ১১টি, অপরদিকে কোন শিক্ষার্থী পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৬টি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।